You have reached your daily news limit

Please log in to continue


‘অতিরিক্ত গতি’: হবিগঞ্জে হিরো আলমের গাড়ি আটকে ২৫০০ টাকা নিল পুলিশ

অতিরিক্ত গতিতে’ গাড়ি চালানোর অভিযোগে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এ জরিমানা করে হাইওয়ে থানা-পুলিশ। 


হাইওয়ে থানা-পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটে গাড়ি নেওয়ার জন্য আসছিলেন হিরো আলম। পথে শায়েস্তাগঞ্জ থানার উলুকান্দি রেল গেট এলাকায় আসলে উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ হিরো আলমের গাড়ি আটক করে। গাড়ির কাগজপত্র সঠিক পেলেও অতিরিক্ত গতি থাকার কারণে মামলা দিয়ে ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। 


হিরো আলমের গাড়ির ড্রাইভার আব্দুর রহমান জানান, পরিচয় দেওয়ার পরও পুলিশ তাঁদের কাছ থেকে জরিমানা আদায় করেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন