সংসদ নির্বাচন: আগের সীমানাই বহাল রাখতে চায় ইসি
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসে ৩০০ আসনের নির্বাচনি এলাকার সীমানার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে প্রকাশ করা হলেও আগের সংসদ নির্বাচনে নির্ধারিত সীমানাই বহাল রাখতে চায় সংস্থাটি।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এমন তথ্য জানান।
সচিব বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় সীমানা যে ছিল তা নিয়ে খসড়া প্রকাশ করা হবে এবং বিজ্ঞপ্তিতে দাবি আপত্তির জন্য একটা সময় নির্ধারণ করা হবে।
সীমানা নিয়ে ‘আপত্তি’-তে ইতোমধ্যেই নিজ উদ্যোগে প্রায় ২০ থেকে ২৫টি আবেদন জমা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে যেসব দাবি আপত্তি উত্থাপিত হবে এবং এখন পর্যন্ত যেসব আবেদন জমা হয়েছে সবগুলো মিলিয়ে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে বিধি-বিধানের আলোকে চূড়ান্ত বিভক্তি এলাকা ঘোষণা করা হবে।’
সংসদীয় আসনে পরিবর্তন হবে কিনা জানতে চাইলে তিনি জানান, ‘এ বিষয়টি হবে মূলত প্রাপ্ত আবেদনের সংখ্যার ওপরে নির্ভর করবে।’