কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জিডিপি প্রবৃদ্ধি ৭.১০ শতাংশ

বাংলা ট্রিবিউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩২

করোনার ধাক্কা কাটিয়ে চূড়ান্ত হিসাবে ২০২১-২২ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ১০ শতাংশ হয়েছে; যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ। রবিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চূড়ান্ত এ হিসাব প্রকাশ করেছে।


বিবিএস প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে দেশে মাথাপিছু আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৭৯৩ মার্কিন ডলার, যা আগের অর্থবছরে (২০২০-২১) ছিল ২ হাজার ৫৯১ মার্কিন ডলার। তারও আগের অর্থবচরে (২০১৯-২০) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৩২৬ মার্কিন ডলার, ২০১৮-১৯ অর্থবছরে ছিল ২ হাজার ২০৯ ডলার।রিসংখ্যানে দেখা গেছে, ২০২১-২২ অর্থবছরে স্থিতমূল্যে বাংলাদেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ মিলিয়ন টাকায়, যা ২০২০-২১ অর্থবছরে ছিল ২ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৪৪৪ মিলিয়ন টাকা।স্থিতমূল্যে জিডিপির বিভিন্ন খাত ভিত্তিক শেয়ার বিশ্লেষণ করে দেখা গেছে, সেবা খাতের প্রবৃদ্ধিও কমে হয়েছে ৫৩ দশমিক ০৭ শতাংশ, ২০২০-২১ অর্থবছরে যা ছিল ৫৩ দশমিক ৩০ শতাংশ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও