![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1200x630x1xxxxx1x838655%2Fuploads%2Fmedia%2F2017%2F11%2F15%2F006e4aa82c81efb0f01f2e274d861d21-5a0b670476333.jpg%3Fwatermark%3Dmedia%252F2023%252F02%252F05%252FGPI-14_1200X80-5e1e143a21b408c7b380caedb06f8bd9.png)
জিডিপি প্রবৃদ্ধি ৭.১০ শতাংশ
করোনার ধাক্কা কাটিয়ে চূড়ান্ত হিসাবে ২০২১-২২ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ১০ শতাংশ হয়েছে; যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ। রবিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চূড়ান্ত এ হিসাব প্রকাশ করেছে।
বিবিএস প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে দেশে মাথাপিছু আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৭৯৩ মার্কিন ডলার, যা আগের অর্থবছরে (২০২০-২১) ছিল ২ হাজার ৫৯১ মার্কিন ডলার। তারও আগের অর্থবচরে (২০১৯-২০) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৩২৬ মার্কিন ডলার, ২০১৮-১৯ অর্থবছরে ছিল ২ হাজার ২০৯ ডলার।রিসংখ্যানে দেখা গেছে, ২০২১-২২ অর্থবছরে স্থিতমূল্যে বাংলাদেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ মিলিয়ন টাকায়, যা ২০২০-২১ অর্থবছরে ছিল ২ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৪৪৪ মিলিয়ন টাকা।স্থিতমূল্যে জিডিপির বিভিন্ন খাত ভিত্তিক শেয়ার বিশ্লেষণ করে দেখা গেছে, সেবা খাতের প্রবৃদ্ধিও কমে হয়েছে ৫৩ দশমিক ০৭ শতাংশ, ২০২০-২১ অর্থবছরে যা ছিল ৫৩ দশমিক ৩০ শতাংশ।