কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লোভের হাত থেকে ছাড় পেল না হজও

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৭

সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যুৎ থেকে স্বাস্থ্য, ব্যাংকিং থেকে পরিবহন তথা এমন কোনো খাত নেই, যা চতুর, নির্দয় ও একচেটিয়া মুনাফাখোর ও সুবিধাবাদীদের হাত থেকে রক্ষা পেয়েছে। এমনকি তাদের হাত থেকে শেষ পর্যন্ত রক্ষা পেল না হজের মতো একটি স্পর্শকাতর ধর্মীয় বিষয়ও। ২০১৫ সালে বাংলাদেশ থেকে হজে যাওয়ার প্যাকেজমূল্য ছিল ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। মাঝখানে করোনাজনিত কারণে ২০২০ ও ২০২১ সালে বাংলাদেশ থেকে হজে যাওয়া পুরোপুরি বন্ধ ছিল এবং ২০২২ সালেও ছিল খুবই সীমিত পরিসরে।


সেই অর্থে ২০১৫-পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ হজ হয়েছে মাত্র চার বছর। আর এই চার বছরের ব্যবধানেই এ বছর হজের সর্বনিম্ন প্যাকেজমূল্য ঘোষণা করা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা; অর্থাৎ চার বছর আগের তুলনায় তা বেড়েছে ৩ লাখ ৭৬ হাজার ৪১২ টাকা। বৃদ্ধির হার দ্বিগুণের বেশি, ১২৭ শতাংশ। এর সঙ্গে হজকালীন কোরবানির ব্যয় যোগ করা হলে প্যাকেজমূল্য যে আরও বৃদ্ধি পাবে, তাতে কোনোই সন্দেহ নেই। অথচ সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় গত ১৫ জানুয়ারি জানিয়েছিল যে এ বছর হজের ব্যয় ৩০ শতাংশ হ্রাস পাবে এবং সে অনুযায়ী তারা ইতিমধ্যে মোয়াল্লিম ফিও কমিয়ে দিয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও