You have reached your daily news limit

Please log in to continue


দুপুরে রাজধানীতে তীব্র যানজট

বিজয় স্মরনী মোড়ে গাড়ির চাপ সবসময় বেশি থাকে। কিন্তু আজ দুপুরের যানজট যেন সব ছাড়িয়ে গেছে। তেজগাঁও শিল্পাঞ্চল থেকে শুরু হয়ে যানজট গিয়ে ঠেকেছে মালিবাগ, মৌচাক, বেইলি রোড পর্যন্ত। রাস্তায় প্রতি সিগনালে গাড়ি আটকে থাকছে কমপক্ষে আধা ঘণ্টা।

ডিএমপি’র তেজগাঁও ট্রাফিক বিভাগের তথ্যানুযায়ী, এক ঘণ্টা ধরে যানজট তীব্র হয়েছে সাতরাস্তা মোড়ে। মগবাজার ফ্লাইওভারের উপরেও গাড়ি যেন নড়ছেই না।খোঁজ নিয়ে জানা যায়, সার্কিট হাউজ রোডে সিটি কর্পোরেশনের রাস্তা কাটার কারণে এ যানজটের সূত্রপাত।

সরেজমিনে দেখা যায়, তেজগাঁও লাভ রোড, সাতরাস্তা, মগবাজার পুরো ফ্লাইওভার, বেইলি রোড, মালিবাগ-মৌচাক সড়কে প্রচণ্ড যানজট। সাতরাস্তার মোড় পার হতে সময় লাগছে অন্তত আধা ঘণ্টা।শমসের আলী নামে এক সিএনজি চালক বলেন, দুপুরে সড়ক সাধারণত ফাঁকা থাকে। কিন্তু আজকের চিত্র পুরো উল্টো। যানজটে আটকে আছি আধা ঘণ্টা। পুরো মগবাজার ফ্লাইওভার যেন থমকে আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন