![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-02%252F29a17e9b-ab4e-44f5-8454-43957c1b5c5b%252Fukraine.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
প্রতিরক্ষামন্ত্রী বদলাচ্ছে ইউক্রেন
প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিচ্ছে ইউক্রেন। দেশটির সামরিক গোয়েন্দা প্রধান প্রতিরক্ষামন্ত্রীর স্থলাভিষিক্ত হচ্ছেন। দেশটির ঊর্ধ্বতন একজন আইনপ্রণেতা গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন।
ডেভিড আরাকহামিয়া নামে ওই আইনপ্রণেতা বলেন, ‘৩৭ বছরের সামরিক গোয়েন্দাপ্রধান কিরিলো বুদানভ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হবেন। যুদ্ধকালীন এটি অবশ্যই যৌক্তিক সিদ্ধান্ত।’
ইউক্রেনের বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ (৫৬) কৌশলগত শিল্পবিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন।
এই পুনর্বিন্যাস কবে হবে, তা বলেননি আইনপ্রণেতা আরাকহামিয়া। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি নীতি নির্দেশ করে দেয়।