হীরার হার ‘চুরি’ করল ইঁদুর

প্রথম আলো কেরালা প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৭

দোকানে বিক্রির জন্য রাখা কোনো গয়না খোয়া গেলে কাকে সন্দেহ করবেন মালিক? তাঁর সন্দেহের তির নিশ্চয়ই থাকবে পেশাদার চোর কিংবা দোকানের কোনো কর্মচারীর দিকে। নিশ্চয়ই তিনি এ জন্য কোনো প্রাণীকে সন্দেহ করবেন না। কিন্তু ভারতের কেরালার কাসারগড়ে এমন এক বিচিত্র ঘটনা ঘটেছে, যেখানে দোকান থেকে একটি হীরার হার খোয়া যাওয়ার জন্য দায়ী একটি ইঁদুর।


দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ইঁদুরের এই ‘চুরির’ ঘটনা। ভিডিও ফুটেজে দেখা যায়, দোকানে রাখা একটি হীরার হার সরিয়ে নিয়ে যাচ্ছে ইঁদুরটি। ভিডিওটি টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই মজার সব মন্তব্য করছেন এতে।


৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দোকানের তাকে হীরার হার রাখা। কিছুক্ষণ পর তাকের পাশের এক কোণ থেকে একটি ইঁদুর নেমে আসে। কয়েক সেকেন্ডের মধ্যেই ইঁদুরটি একটি হার নিয়ে সটকে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে