You have reached your daily news limit

Please log in to continue


বিরূপ আবহাওয়ায় টার্কিশ এয়ারলাইন্সের ১৭০ ফ্লাইট বাতিল

তুষারপাতজনিত সম্ভাব্য বিরূপ আবহাওয়ার কারণে তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা 'টার্কিশ এয়ারলাইন্সের' অন্তত ১৭০টি নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে।

গতকাল রোববার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টার্কিশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়াহিয়া উস্তুন এক টুইটে জানান, আবহাওয়া সংক্রান্ত জরুরি কমিটির গৃহীত বিধিনিষেধের সিদ্ধান্ত অনুসারে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।

তিনি জানান, ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করার বা সেখান থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল- এমন ১৫২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া সাবিহা গোকসেন বিমানবন্দরে অবতরণ করার বা সেখান থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল- এমন ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন