You have reached your daily news limit

Please log in to continue


বইয়ের কোথাও বলা নেই, বানর থেকে মানুষ হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বইয়ের কোথাও বলা নেই- বানর থেকে মানুষ হয়েছে। বরং বলা আছে, বানর থেকে মানুষ হয়েছে- এটা সঠিক নয়। একবার নয়, এ কথা তিনবার বলা আছে। 

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে গিয়ে চলছে বাংলাদেশ। পেছনের দরজা দিয়ে এসে শেখ হাসিনা সরকারকে অপসারণ করতে না পেরে অপশক্তি আজ বইয়ের ওপর সওয়ার হয়েছে। বইয়ের ওপর সওয়ার হয়ে তারা আজ সরকারবিরোধী অপতৎপরতায় রয়েছে। 

আজ রোববার বিকেলে গাজীপুরের এতিহ্যবাহী মাওনা পিয়ার আলী কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 

মন্ত্রী বলেন, বই নিয়ে মনগড়া অপপ্রচার চলানো হয়েছে। কেন হঠাৎ করে নতুন শিক্ষাক্রমের ওপর আপনাদের এই আগ্রাসন? নবম-দশ শ্রেণির বইয়ে একটা ভুল ছিল, সেটা সঙ্গে সঙ্গে সংশোধন করা হয়েছে। কোনো শ্রেণির বই লেখক, সম্পাদক ও শিক্ষক-শিক্ষার্থী ছাড়া কেউ পড়ে না। এবার সবাই পড়ছে। বই পড়ে খুঁজে খুঁজে ভুল বের করছে। যারা পড়ছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। 

তিনি বলেন, নৌকার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে (কিছু লোক) সারা জীবনই ছিল। আওয়ামী লীগ জন্মলগ্নে বলেছিল- কোরআন ও সুন্নাহবিরোধী কোনো কিছু কখনোই করবে না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন