জিডিপির ৫০ ভাগ কর অব্যাহতির আওতায়
মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) ৫০ ভাগ পণ্য ও সেবা কর অব্যাহতির আওতায়। এ কারণে কর-জিডিপির অনুপাত কম।
দেশের কর-জিডিপির অনুপাত বৃদ্ধি করতে কর অব্যাহিত এলাকা হ্রাস, উন্নত মানবসম্পদ সৃষ্টি, পর্যাপ্ত অবাকাঠামো, অটোমেশন ও সুশাসনের জোর দিয়েছেন বক্তারা।
দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলনের প্রথম দিন রোববার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে এনবিআর আয়োজিত ভ্যাট বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, রাজস্ব আদায়ের শক্তি পদ্মা সেতু নির্মাণে সরকারকে চ্যালেঞ্জ নিতে সহায়তা করেছিল। ২০২৬ সালে উন্নয়নশীল দেশে পদার্পণ করতে হলে যে অবকাঠামো প্রয়োজন, সেটা করতেও এনবিআর ভূমিকা রাখছে। করদাতাদের অর্থে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রাজধানীর মেট্রোরেলের মতো বড় বড় অবকাঠামো তৈরি করা হচ্ছে।
অন্যরা প্রকল্পের শেষের দিকে অর্থ বাড়ানোর চিঠি লেখে। সেখানে এনবিআর নিজস্ব ভবন তৈরিতে ৪৫১ কোটি টাকা প্রকল্প গ্রহণ করে ৪১২ কোটি টাকায় শেষ করেছে। প্রকল্প বাস্তবায়নে এনবিআরের দৃষ্টান্ত অন্যরাও গ্রহণ করতে পারে, যোগ করেন বাণিজ্যমন্ত্রী।