You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশে এলো ক্যাসিও’র সর্বাধুনিক সায়েন্টিফিক ক্যালকুলেটর

জাপানের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেক্ট্রনিক্স অ্যান্ড লাইফস্টাইল কোম্পানি ক্যাসিও কম্পিউটার লিমিটেড তাদের সর্বাধুনিক সায়েন্টিফিক ক্যালকুলেটর ক্লাসউইজ এফএক্স-৯৯১সিডব্লিউ বাংলাদেশে নিয়ে আসার ঘোষণা দিয়েছে।

ক্যালকুলেটরের জন্য বাংলাদেশে ক্যাসিও’র নিযুক্ত চ্যানেল পার্টনার গ্লোবাল অফিস অটোমেশন লিমিটেডের আয়োজনে রাজধানীতে ক্যালকুলেটরটি উদ্বোধন করা হয়। নতুন এ ক্যালকুলেটরটি দেশে বর্তমানে ক্যাসিও’র সর্বাধিক বিক্রিত ক্যালকুলেটর ক্লাসউইজ এফএক্স-৯৯১ইএক্স-এর উন্নত সংস্করণ। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ ও কৌতূহল আরও বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে পণ্যটি বাজারে এনছে ক্যাসিও।

২০১৫ সালে যাত্রা শুরুর পর থেকেই সহজ ব্যবহার পদ্ধতি ও বহুমুখী ফাংশনের জন্য ক্যাসিও ক্লাসউইজ সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলো বিশ্বব্যাপী শিক্ষার্থীদের মধ্যে তুমুল জনপ্রিয়। নতুন ক্লাসউইজ এফএক্স-৯৯১সিডব্লিউ’তে ক্লাসউইজ ব্র্যান্ড সায়েন্টিফিক ক্যালকুলেটরে সম্পূর্ণ নতুন এক মাত্রা যোগ করেছে, ব্যবহার পদ্ধতি আগের চেয়ে আরও সহজ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন