মিয়ানমারের ৩৭ শহরে সামরিক আইন জারি
মিয়ানমারের সাগাইং ও মালাউইসহ ৩৭টি শহরে সামরিক আইন জারি করেছে জান্তা সরকার। দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে সম্প্রতি সংঘাত তীব্র হওয়ার পরিপ্রেক্ষিতে এমন আইন জারি করা হলো। খবর ইরাবতি নিউজের।
এর একদিন আগে দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর ঘোষণা দেয় সামরিক সরকার।
সামরিক বাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামরিক আইন জারিকৃত এসব এলাকার যে কোন ফৌজদারি মামলার শুনানি হবে জান্তা স্থাপিত আদালতে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৃত্যুদণ্ড ছাড়া সামরিক আদালতের রায়ের বিরুদ্ধে কোনো আপিলের সুযোগ থাকবে না।
দেশটির প্রায় সাড়ে ৩০০ শহরের মধ্যে ৬০টিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার নির্দেশ দিয়েছে মিয়ানমারের ন্যাশনাল ডিফেন্স এন্ড সিকিউরিটি কাউন্সিল।
প্রসঙ্গত, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি'র সরকারকে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী। এর পর তারা মান্দালে এবং ইয়াঙ্গুন অঞ্চলে সামরিক আইন জারি করে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সামরিক জান্তা
- সামরিক আইন