You have reached your daily news limit

Please log in to continue


ওমরা করতে গেছেন সাকিব

বিপিএলর এবার দারুণ ছন্দে রয়েছে ফরচুন বরিশাল। শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে তারা নিশ্চিত করেছে প্লে-অফ খেলাও। পয়েন্ট টেবিলেও বিপিএলর এবার দারুণ ছন্দে রয়েছে ফরচুন বরিশাল। শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে তারা নিশ্চিত করেছে প্লে-অফ খেলাও। পয়েন্ট টেবিলেও বেশ সুবিধাজনক অবস্থায় আছে বরিশাল। ১০ ম্যাচে ৭ জয় নিয়ে এখন তাদের অবস্থান দুই নম্বরে।  

তাদের বাকি দুই ম্যাচের মধ্যে ৭ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ১০ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের মুখোমুখি হবে তারা। এমন অবস্থায় হঠাৎ করেই ওমরাহ করতে সৌদি আরব চলে গেলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ শেষে বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হন সাকিব

। বিসিবির লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান জানিয়েছেন এ খবর। পরে ফরচুন বরিশালের মিডিয়াম ম্যানেজার সেকান্দার আলী জানান, ৭ তারিখের আগে যেহেতু খেলা নেই, সে কারণে ফাঁকা সময়টাতে ওমরা করার জন্য সৌদি গেছেন সাকিব। ৬ তারিখ রাতেই তার দেশে ফিরে আসবেন সাকিব,  যথারীতি ৭ তারিখ খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে, এমনটিও জানান তিনি। এবারের বিপিএলে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন সাকিব। এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৩৪৭ রান করেছেন তিনি। বল হাতে উইকেট নিয়েছেন ৬টি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন