রাস্তায় নগ্ন হয়ে হাঁটা ব্যক্তির পক্ষে রায় দিলেন আদালত

প্রথম আলো প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৬

স্পেনের রাস্তায় নগ্ন হয়ে হেঁটে আলোচনায় এসেছিলেন আলেজান্দ্রো কলোমার নামের এক ব্যক্তি। এ জন্য জরিমানা করা হয় তাঁকে। দেশটির একটি আদালত এই জরিমানা করেন। কিন্তু বিষয়টি সেখানেই নিষ্পত্তি হয়নি। এই ঘটনা উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। এবার স্পেনের উচ্চ আদালত আলেজান্দ্রোর পক্ষেই রায় দিয়েছেন। বলেছেন, তাঁকে জরিমানা করা ঠিক হয়নি।


আলেজান্দ্রো কলোমারের বয়স ২৯ বছর। স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলের আলদাইয়া শহরের সড়কে ২০২০ সালে নগ্ন হয়ে হাঁটেন তিনি। এই ঘটনা বেশ আলোচিত হয়। পরে আলেজান্দ্রোর বিরুদ্ধে অভিযোগ আনা হলে সেখানকার আদালত তাঁকে জরিমানা করেন। শুধু তা–ই নয়, শুনানি চলাকালে আলেজান্দ্রো নগ্ন হয়ে আদালতে প্রবেশের চেষ্টাও করেন।

এই সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়। শুনানিতে আলেজান্দ্রো বলেন, জরিমানা করার মধ্য দিয়ে তাঁর  স্বাধীনতা লঙ্ঘন করা হয়েছে। আলেজান্দ্রো আরও বলেন, ‘জরিমানা করার কোনো মানে হয় না। তাঁরা আমাকে অশ্লীলতা প্রদর্শনের দায়ে অভিযুক্ত করেছে। অভিধান অনুযায়ী, এর পেছনে যৌন অভিপ্রায় থাকতে হয়। কিন্তু আমি যা করেছি, তার সঙ্গে যৌনতার সম্পর্ক নেই।’


এ বিষয়ে স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলের উচ্চ আদালত এক বিবৃতিতে জানিয়েছেন, এ–সংক্রান্ত একটি আপিল বাতিল করা হয়েছে। তবে আদালত স্বীকার করেছেন, প্রকাশ্যে নগ্নতা প্রদর্শনের বিষয়ে স্পেনের আইনে শূন্যতা রয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও