ঝালকাঠিতে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত শিশু
ঝালকাঠিতে দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সিয়াম (৬) নামে মাদরাসার এক শিক্ষার্থী নিহত হয়েছে। এঘটনায় তার ছোট ভাই ইসমাইল (১০ মাস) আহত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজাপুর উপজেলার গালুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম গালুয়ার বাসিন্দা আল-আমিনের ছেলে ও ওই গ্রামের শাহাবুদ্দিন নূরানী মাদরাসার ছাত্র ছিল। আরও পড়ুন: ঝালকাঠিতে আ’লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০ পুলিশ ও স্বজনরা জানান, মা-দাদির সঙ্গে সিয়াম ও ইসমাইল অসুস্থ আত্মীয়কে দেখতে গালুয়া থেকে ইজিবাইকে রাজাপুরে যাচ্ছিল। পথিমধ্যে বেপরোয়া গতির একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে তাদের ইজিবাইকটি উল্টে যায়।
এতে করে শিশু দুইটি ছিটকে পড়ে মুখে আঘাত পায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর ইজিবাইকচালক পালিয়ে গেছেন।