মেঘনার বুকে নতুন চর, স্বপ্ন সবুজ বিপ্লবের
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর বুকে জেগে উঠেছে নতুন চর। চারপাশে মুগ্ধকর পরিবেশ। উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের নবীগঞ্জ বাজারের পশ্চিম দিকে সাবেক চর কাঁকড়া মৌজায় জেগে ওঠেছে এ চর। স্থানীয়রা এর নাম দিয়েছেন ‘ক্র্যাব আইল্যান্ড’। এর মাটি চাষের উপযোগী বলে তারা মনে করছেন। ইতোমধ্যে জমি চাষের উদ্দেশ্যে তারা চরে যাতায়াতও শুরু করেছেন। সেখানে অতীতে নিজেদের কিংবা পূর্ব পুরুষদের বসতি ছিল। এ চরকে ঘিরে অতীতে সবহারা মানুষ চাষাবাদ করে সবুজ বিপ্লবের স্বপ্ন দেখছেন।
এদিকে বুধবার দুই শতাধিক অধিবাসী দলবদ্ধভাবে জেগে ওঠা নতুন চরে যান। কমলনগর উপজেলা পরিষদ থেকে সড়ক পথে ৯ কিলোমিটার দুরের এ চরটি ঘুরে সাবেক চর কাঁকড়া মৌজায় জেগে ওঠা চরটির নতুন নামকরণ ‘ক্র্যাব আইল্যান্ড’ করা হয়। এসময় একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। পরে জোহরের আজান দিয়ে খোলা আকাশের নিচে তারা পেপার-প্লাস্টিকের বস্তা বিছিয়ে নামাজ আদায় করেন। শেষে চরের বুকে কয়েকটি ঝাউগাছের চারা রোপণ করা হয়। চরটির আয়তন কত তা নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে বেসরকারি একটি সূত্র জানিয়েছে, চরটিতে এক হাজার ২০০ একরের বেশি জমি রয়েছে।