মানুষ কেন হিরো আলমকে এমপি হিসেবে দেখতে চায়
দেশের মোট ৬ আসনে উপনির্বাচন হয়েছে গত ১ ফেব্রুয়ারি। এর মধ্যে বগুড়ার ২ আসনের উপনির্বাচন নিয়ে সারা দেশের মানুষের আগ্রহ ছিল। আগ্রহটা মূলত হিরো আলমকে নিয়ে।
নির্বাচনের দিন দুপুর থেকে বগুড়ায় আমরা যারা সংবাদকর্মী হিসেবে কাজ করেছি, তাদের কাছে অসংখ্য ফোন এসেছে। প্রশ্নই একটাই, হিরো আলম কি এমপি হচ্ছেন? ভোটের ফলাফল ঘোষণার পর দেখা গেল বগুড়া-৪ আসনে হিরো আলম সামান্য ব্যবধানে হেরে গেছেন।
হিরো আলমকে নিয়ে মানুষের কেন এই আগ্রহ? কেন এত মানুষ ভোট দিয়েছেন হিরো আলমকে? কেনই বা তারা হিরো আলমকে সংসদ সদস্য বানাতে চান? হিরো আলম কি সংসদ সদস্য হওয়ার যোগ্য? এমন প্রশ্ন দেশের অনেক মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। তার আগে ভোটের পরিসংখ্যানটা দেখে নেওয়া যাক।
- ট্যাগ:
- মতামত
- নতুন নেতৃত্ব
- নেতৃত্ব
- নেতৃত্ব সংকট
- হিরো আলম