![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsamlan-20230203114734.jpg)
সৌদিতে প্রিন্স সালমানের সময় দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবের ডি-ফ্যাক্টো নেতা মোহাম্মদ বিন সালমানের শাসনের সময় মৃত্যুদণ্ড কার্যকরের হার প্রায় দ্বিগুণ হয়েছে। গত ৬ বছর সৌদি রাজ্যের আধুনিক ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা এটি। সংস্কারের মাধ্যমে আধুনিকীকরণ ও ব্যক্তি স্বাধীনতার কথা বলা সত্ত্বেও মৃত্যুদণ্ডের হার ঐতিহাসিকভাবে বেড়েছে দেশটিতে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, সৌদি প্রিন্সের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর মনোভাব এবং ভিন্নমত দমন বেড়ে গেছে।