পাসওয়ার্ড শেয়ারিংয়ে লাগাম টানতে মাস্টারস্ট্রোক নেটফ্লিক্সের, মাথায় হাত গ্রাহকদের!
eisamay.com
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৭
খুব তাড়াতাড়ি পাসওয়ার্ড শেয়ারিংয়ে লাগাম টানতে চলেছে Netflix। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে চলতি বছর মার্চের মধ্যেই ভারত সহ গোটা বিশ্বে এই ফিচার লাগু হয়ে যাবে। ইতিমধ্যেই দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে এই ফিচার পরীক্ষামূলকভাবে শুরু করেছে Netflix। গত বছর থেকেই পাসওয়ার্ড শেয়ারিংয়ে লাগাম টানতে নানা চেষ্টা চালাচ্ছিল মার্কিন স্ট্রিমিং সংস্থাটি। এবার পাসওয়ার্ড শেয়ারিং বন্ধের উপায় প্রকাশ করল নেটফ্লিক্স।
সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে এবার থেকে Netflix অ্যাকাউন্ট ব্যবহারের জন্য একই বাড়িতে থাকতে হবে। অন্য ঠিকানায় থাকলে এবার থেকে নিজের আলাদা Netflix অ্যাকাউন্ট লগ ইন করতে হবে।