১৮ সেকেন্ডের জন্য খেলোয়াড় হাতছাড়া বার্সার!

সমকাল প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৬

শীতকালীন দলবদলের মৌসুমে ক্যাম্প ন্যু ছেড়েছেন তিন জন। একজন হলেন- ডাচ স্ট্রাইকার মেম্পেস ডিপাই, অন্যজন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর বেলেরিন। তাদের জায়গায় কোন ফুটবলার নিতে পারেনি কাতালান ক্লাবটি। তবে একজন তরুণ ডিফেন্ডারে চোখ ছিল তাদের।যুক্তরাষ্ট্রের মজের লিগের দল লা গ্যালাক্সির ২১ বছর বয়সী মেক্সিকান রাইট ব্যাক জুলিয়ান আরাজোকে দলে নেওয়ার বিষয়ে কথা-বার্তা পাকা করে ফেলেছিল বার্সা কর্তৃপক্ষ।


কিন্তু দলবদলের দরজা বন্ধ হয়ে যাওয়ায় মাত্র ১৮ সেকেন্ডের জন্য তার সঙ্গে চুক্তি করতে পারেনি জাভির দল। বিষয়টি নিয়ে বার্সার ডিরেক্টর মাতেও আলেমেনি বলেছেন, ‘কেউ দলে নতুন করে যোগ দিচ্ছেন না। কারণ আমাদের হাতে যে দল আছে সেটাই যথেষ্ট। এটা সত্যি যে, আমাদের তিনজন খেলোয়াড় চলে গেছেন, তাদের জায়গায় আমরা কাউকে নিতে পারিনি।’ আরাজোর ব্যাপারে ওই বার্সা ডিরেক্টর বলেন, ‘টেকটিক্যাল সমস্যার কারণে আমরা আরাজোর সঙ্গে চুক্তি সম্পন্ন করতে পারিনি। মাত্র ১৮ সেকেন্ডের জন্য চুক্তি সম্পন্ন হয়নি। দেখা যাক, বিষয়টি নিয়ে ফিফা কী জানায়। এখন আমরা গাভির মতো খেলোয়াড়কে নিবন্ধন করানোর কথা ভাবছি।’ ফিওরেন্টিনায় খেলা মরক্কোর মিডফিল্ডার সোফান আম্রাবাতের প্রতিও নজর রেখেছিল কাতালান ক্লাবটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও