You have reached your daily news limit

Please log in to continue


জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ২

গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম সরকারসহ (৫৫) দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার করিম লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মছিব উদ্দিনের ছেলে। গ্রেফতার অপর জন একই উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ।

তিনি ওই ইউনিয়নের উত্তর ধানগড়ার আবদুল মতিনের ছেলে।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘সম্প্রতি খোলাহাটি ইউনিয়নের একটি মসজিদে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন করিম ও মাহমুদসহ বেশ কয়েক জামায়াত নেতা। খবর পেয়ে পুলিশ অভিযান চালানোর আগেই তারা মসজিদ থেকে পালিয়ে যান। পরে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। আজ ভোরে সেই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন