কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কড়া হেডমাস্টারের ‘ক্লাস’ কেমন হবে এবার

যুগান্তর প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৮

সাকিবদের পাঠশালায় আবারও শিক্ষক হাথুরু। দ্বিতীয় মেয়াদে চন্ডিকা হাথুরুসিংহের কোচ হওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটা সুসংবাদ কতটা দুঃসংবাদ। পাঁচ বছর পর আবারও তিনি বাংলাদেশ দলের ‘হেডমাস্টার’। 


এবারও কী তাকে দেখা যাবে কড়া হেড স্যারের ভূমিকায়। নাকি কঠোরতার আবরণ খসিয়ে কোমলতায় কাটিয়ে দেবেন দুই বছর। এসব কথা ওঠার কারণ, প্রথম মেয়াদে (২০১৪ থেকে ২০১৭) দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। 


সেই কথা স্মরণ করে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও কিপার-ব্যাটার খালেদ মাসুদ পাইলট নিজের শঙ্কার কথা জানিয়েছেন যমুনা টিভিকে। প্রথমবার কোচ থাকার সময় ক্রিকেটারদের সঙ্গে হাথুরুর দ্বন্দ্ব তার শঙ্কার কারণ। যমুনা টিভিকে পাইলট বলেন, ‘আগেরবার হাথুরুর চলে যাওয়াটা সুখকর ছিল না।’ 


পরক্ষণে তিনি অবশ্য যোগ করেন যে, ‘সমস্যাটা আসলে কোচের নয়, ক্রিকেট-মেধার ঘাটতির। ব্রায়ান লারাকে আনলেও পারফরম্যান্স উঁচুতে উঠবে না। আমাদের যে ব্যাকআপ খেলোয়াড়ের অভাব।’ আগেরবার যার সঙ্গে তার দ্বন্দ্বের খবর চাউর হয়েছিল, সেই সাকিব আল হাসান হাথুরুর ফেরার খবরে নিজের প্রতিক্রিয়ায় প্রথমে বলেছিলেন, ‘নো কমেন্টস’। এরপর বলেন, ‘ঠিক আছে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও