You have reached your daily news limit

Please log in to continue


প্রথমবার ফাইনালে টেন হ্যাগের ম্যানইউ, প্রতিপক্ষ নিউক্যাসল

দুই লেগে সহজ জয়ে কারাবাও কাপের ফাইনালে উঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগে এরিক টেন হ্যাগের দল নটিংহ্যাম ফরেস্টের মাঠ থেকে ৩-০ গোলে জিতেছিল। দ্বিতীয় লেগে ঘরের মাঠে ২-০ গোলে জিতেছে রেড ডেলিভসরা। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে জিতে প্রিমিয়ার লিগের ক্লাবের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দশম লিগ কাপের ফাইনালে উঠেছে তারা। চলতি মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন টেন হ্যাগ।

তার অধীনে ম্যানইউ ভালো খেলছে। কাসেমিরো-রাশফোর্ডদের ধারাবাহিক পারফরম্যান্সে লিগ টেবিলে সেরা চারে থাকার অন্যতম দাবিদার তারা। এবার নতুন কোচের অধীনে প্রথম ফাইনালে উঠল ম্যানইউ। ওল্ড ট্রাফোর্ডে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে রাশফোর্ড-মার্শিয়ালকে বেঞ্চে রেখে শুরু করান টেন হ্যাগ। প্রথমার্ধে তার দল গোল না পাওয়ায় দুই ফরোয়ার্ডকে মাঠে নামান তিনি। ম্যাচের ৭৩ মিনিটে গোল করেন ফ্রান্স স্ট্রাইকার মার্শিয়াল। তিন মিনিট পরেই ব্যবধান ২-০ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড। দুই গোলেই সহায়তা দিয়েছেন মার্কো রাশফোর্ড। চলতি মৌসুমে গোল ও সহায়তা মিলিয়ে আর্লিং হ্যালন্ডের পরে আছেন তিনি। 

কারাবাও কাপের অন্য ম্যাচে দুই লেগ মিলিয়ে সাউদাম্পটনের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে নিউক্যাসল ইউনাইটেড। সৌদি মালিকানায় যাওয়ার পরে দুর্দান্ত ছন্দে থাকা ক্লাবটি প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল। দ্বিতীয় লেগে ২-১ গোলে জিতেছে তারা। শিরোপার লড়াইয়ে দুই দল ২৬ ফেব্রুয়ারি মুখোমুখি হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন