You have reached your daily news limit

Please log in to continue


দু’বার পেনাল্টি মিস এমবাপ্পের, পিএসজিকে জেতালেন মেসি-রুইজ

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পিএসজি। কিন্তু মন্টেপেলিয়েরের মাঠে ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ হারান কিলিয়ান এমবাপ্পে। এক পেনাল্টি দু’বার মারার সুযোগ পেয়েও গোল করতে পারেননি তিনি। পরে নেইমারহীন পিএসজিকে লিওনেল মেসি, ফ্যাবিয়ান রুইজ ও জাইরি এমরি ৩-১ গোলের জয় এনে দিয়েছেন। মেসিকে ফাউল করায় পেনাল্টি পায় পিএসজি।

এমবাপ্পে শট নিলে তা মন্টেপেলিয়ের গোলরক্ষক ফিরিয়ে দেন। কিন্তু যথাযথ নিয়ম না মানায় ওই পেনাল্টি সেভ বাতিল করা হয়। এক মিনিটের ব্যবধানে দ্বিতীয়বার পেনাল্টি নেওয়ার সুযোগ পান তিনি। কিন্তু এবারও মিস করেন বিশ্বকাপ ফাইনালে তিনটি স্পট কিক থেকে গোল করা এই ফ্রান্সম্যান। এরপর ইনজুরি নিয়ে ২১ মিনিটে মাঠ ছাড়তে হয় এমবাপ্পে। আক্রমণভাগে লিওনেল মেসি ‘একা’ হয়ে যান।

প্যারিসের দলটি প্রথমার্ধে গোলও করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ফ্যাবিয়ান রুইজ গোল করে দলকে লিড এনে দেন। মেসি ৭২ মিনিটে ব্যবধান ২-০ করেন।এরপর  নরদিন ৮৯ মিনিটে ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধে খোলা গোল মুখ শেষ বাঁশির আগ পর্যন্ত খোলা ছিল। ম্যাচের যোগ করা সময়ে তাই জাইরি এমেরি দলকে বড় জয়ই এনে দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন