তিনটিতে আ.লীগ, দুটিতে জাপা ও জাসদ, একটিতে স্বতন্ত্র জয়ী

প্রথম আলো প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০

দলীয় সিদ্ধান্তে বিএনপির সাতজন সংসদ সদস্য পদত্যাগ করায় শূন্য ঘোষিত ছয়টি আসনে গতকাল বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং বগুড়া-৬ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বগুড়া-৪ আসনে জিতেছেন আওয়ামী লীগের সমর্থন পাওয়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী। আওয়ামী লীগের সমর্থন পেলেও ঠাকুরগাঁও-৩ আসনে জিততে পারেননি ওয়ার্কার্স পার্টির প্রার্থী। এখানে জয়ের দেখা পেয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী।


ছয়টি আসনের মধ্যে সবচেয়ে আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জিতেছেন স্বতন্ত্রের মোড়কে আওয়ামী লীগের পূর্ণ সমর্থন পাওয়া বিএনপির দলছুট আবদুস সাত্তার ভূঁইয়া। তাঁর সমর্থনে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সক্রিয়ভাবে মাঠে ছিলেন। এমনকি গতকাল নির্বাচন চলাকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে আওয়ামী লীগের পক্ষ থেকে মাইকিং করার ঘটনাও ঘটেছে।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মহাজোটের প্রার্থী জাসদের এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। কাহালু ও নন্দীগ্রামে মোট ১১২টি কেন্দ্রে বৈধ ভোট পড়েছে ৭৮ হাজার ৫২৪টি। এর মধ্যে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন রেজাউল করিম তানসেন (মশাল)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল হোসেন (একতারা) পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। এ আসনে ভোট পড়ার হার ২৩ দশমিক ৯২।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও