ভাটারায় বাসায় লাগা আগুনে স্বামী-স্ত্রীর মৃত্যু

বাংলা নিউজ ২৪ ভাটারা থানা প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৭

রাজধানী ভাটারার সাইদনগরে একটি বাসায় গ্যাসের আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য ঢাকা: রাজধানী ভাটারার সাইদনগরে একটি বাসায় গ্যাসের আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান। 


নিহতরা হলেন- আব্দুল মজিদ শিকদার (৭২) ও তার স্ত্রীর তাসলিমা বেগম (৪৮)। আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ভোর ছয়টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দুইটা ইউনিট পাঠানো হয়েছিল।


১০৬ নম্বর বাড়ির ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছিল। ওসি আসাদুজ্জামান বলেন, ভাটারা সাইদ নগর ১০০ ফিট এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় স্বামী-স্ত্রী থাকতেন। তার দু’ছেলে ইতালি প্রবাসী। আজ ভোরের দিকে রান্নাঘরে রান্না করতে গেলে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। পরে ঘটনাস্থলেই পুড়ে মারা যান স্বামী-স্ত্রী। তিনি আরও বলেন, স্বামীর বুকের উপরে পড়েছিল স্ত্রীর মরদেহ। ধারণা করা হচ্ছে- স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতানো মর্গে পাঠানো হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও