কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সমকামিতা বান্ধব বই-সিনেমাও নিষিদ্ধ করল রাশিয়া

আরটিভি রাশিয়া প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৯

রাশিয়ায় এলজিবিটিকিউ সংক্রান্ত সব বিষয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ডিসেম্বরে একটি নতুন আইন পাশ হয়েছে রাশিয়ায়। সেখানে বিষম লিঙ্গের বিয়েকেই একমাত্র ‘স্বাভাবিক’ বিষয় বলে জানানো হয়েছে। সমলিঙ্গের প্রেম, বিয়ে সবকিছুর ওপর কার্যত নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।


সম্প্রতি সমলিঙ্গের প্রতি সহানুভূতিশীল সব বই, সিনেমা, শিল্পকর্মের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার সরকার।


সরকার জানায়, কোনো বই যদি সমলিঙ্গের প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে তা বাজার থেকে তুলে নিতে হবে। বিক্রি করা যাবে না। যেসব সিনেমায় সমলিঙ্গকে সমর্থন করা হয়েছে, তা রাশিয়ায় নিষিদ্ধ। শুধু তা-ই নয়, সোশ্যাল নেটওয়ার্কে কেউ যদি সমলিঙ্গের সমর্থনে কিছু লেখেন, তাহলে তাকে বিপুল পরিমাণ জরিমানা দিতে হবে। অর্থাৎ, সমলিঙ্গ প্রসঙ্গে কোনো আলোচনাই করা যাবে না। আইন করে এসব কিছু নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়ার সংবাদমাধ্যমের দাবি, পাঁচ মিলিয়ন রাশিয়ান রুবল পর্যন্ত জরিমানা হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও