ভালুক তুলল ৪০০ সেলফি

প্রথম আলো কলোরাডো প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৪

প্রাণী গণনা, অনেক সময় এদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য বনে বসানো হয়। লুকানো থাকে এসব ক্যামেরা। কিন্তু এমন লুকানো ক্যামেরা যে প্রাণীর কৌতূহলের কারণ হতে পারে, তা ধরা পড়ল যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে। সেখানে একটি ভালুক এমন ক্যামেরায় ৪০০টি সেলফি তুলেছে। খবর এবিপি লাইভের।


কলোরাডোর বোল্ডার ওপেন স্পেস ও মাউন্টেন পার্কে (ওএসএমপি) এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ কিছু ছবি টুইটারে প্রকাশ করেছে। ক্যাপশনে লেখা হয়েছে, বন্য প্রাণীর ছবি তোলার ক্যামেরায় একটি ভালুক আবিষ্কার করা গেছে। এই এলাকায় প্রাণী পর্যবেক্ষণের জন্য ক্যামেরা ব্যবহার করা হয়। একটি ক্যামেরা দিয়ে ৫৮০টি ছবি তোলা হয়েছে। এর মধ্যে একটি ভালুকের সেলফি রয়েছে ৪০০টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও