![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-02%252Fa40cccea-451f-4072-8e12-02d37338a06d%252Fsnapchat_snapchat.jpg%3Frect%3D0%252C17%252C851%252C479%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D700%26dpr%3D1.1)
কম্পিউটারে স্ন্যাপচ্যাট ব্যবহার করবেন যেভাবে
ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট ফোনের পাশাপাশি কম্পিউটারেও ব্যবহার করা যায়। এ জন্য কম্পিউটারে স্ন্যাপচ্যাট অ্যাপ ইনস্টলও করতে হবে না। কম্পিউটারে ব্যবহারের জন্য প্রথমেই স্ন্যাপচ্যাট ফর ওয়েব (web.snapchat.com) সংস্করণে প্রবেশ করতে হবে। এরপর স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করতে হবে।
কম্পিউটারে লগইন করার পর ফোন থেকেও স্ন্যাপচ্যাট অ্যাপে প্রবেশ করে লগইন প্রক্রিয়া নিশ্চিত করার জন্য নিচে থাকা ইয়েস বাটনে ট্যাপ করতে হবে। ইয়েস বাটনে ট্যাপ করার আগে তথ্যগুলো সঠিক কি না, তা যাচাই করে নেওয়া ভালো। তথ্যে অসংগতি থাকলে নো বাটনে ট্যাপ করতে হবে। ফোন থেকে ইয়েস বাটনে ট্যাপ করার পর কম্পিউটার থেকে গেট স্টার্টেড বাটনে ক্লিক করতে হবে। নোটিফিকেশন বার্তা পাওয়ার জন্য গট ইট বাটনে ক্লিক করে ওপরের বাঁ দিকে থাকা অ্যালাউ অপশন নির্বাচন করতে হবে।
কম্পিউটারে ফোনের মতোই ব্যবহার করা যাবে স্ন্যাপচ্যাটের বিভিন্ন সুবিধা। কম্পিউটারে থাকা ছবি বন্ধুদের পাঠানোর পাশাপাশি ওয়েবক্যামের সাহায্যে ভিডিও কলও করা যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- কম্পিউটার
- টিপস
- লগইন
- স্ন্যাপচ্যাট