বায়ু দূষণ: বিআরটি প্রকল্পের ঠিকাদারকে জরিমানা
বিমানবন্দর-গাজীপুর পর্যন্ত নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ঠিকাদার এবং ঢাকা বাইপাস প্রকল্পের ঠিকাদারকে বায়ু দূষণের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বায়ু দূষণ ঠেকাতে পরিবেশ ও বন মন্ত্রণালয় বুধবার থেকে ঢাকা ও আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে বুধবার গাজীপুর এলাকায় অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত।
নির্মাণকাজে অবহেলার অভিযোগে বিআরটি প্রকল্পের ঠিকাদার জিয়াংসু প্রভিন্সিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।