রামোসের জন্য স্পেনের 'দরজা খোলা’
                        
                            বিডি নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
                        
                    
                প্রায় দুই বছর বাইরে থাকা সের্হিও রামোসের জন্য স্পেন দলের দরজা খুলে দিলেন দেশটির কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি বললেন, নিজের সক্ষমতা প্রমাণ করতে পারলে আবার জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে অভিজ্ঞ এই ডিফেন্ডারকে।
স্পেনের হয়ে রামোসকে সবশেষ খেলতে দেখা গিয়েছিল ২০২১ সালের মার্চে, কসোভোর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ৩-১ গোলে জেতা ম্যাচে ম্যাচে। এরপর থেকে জাতীয় দলের বাইরে আছেন ৩৬ বছর বয়সী এই ফুটবলার।
স্পেনের ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য রামোস দেশের হয়ে খেলেছেন রেকর্ড ১৮০ ম্যাচ। কাতার বিশ্বকাপের জন্য স্পেনের ৫৫ সদস্যের প্রাথমিক দলে থাকলেও শেষ পর্যন্ত লুইস এনরিকের ২৬ জনের চূড়ান্ত দলে উপেক্ষিত থাকেন এই পিএসজি তারকা।