![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2020%252F01%252F02%252Fa48364f5bfd574015bf09a12149fbd73-5e0d80e764534.jpg%3Fw%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F18c58c05-9e66-46f3-8946-4437460f8f90%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
গ্যাস-বিদ্যুতের বাড়তি দামের খড়গে উদ্যোক্তারা দুশ্চিন্তায়
প্রথম আলো
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০০
বিদ্যুতের দাম গত মাসে ইউনিটপ্রতি ৫ শতাংশ বেড়েছে। এরপর শিল্পভেদে গ্যাসের দাম ইউনিটপ্রতি ৮৭ থেকে ১৭৮ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় সরকার। গতকাল নতুন করে আবারও বিদ্যুতের দাম গড়ে ৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা এসেছে। আজ বুধবার গ্যাস-বিদ্যুতের নতুন দাম কার্যকর হচ্ছে। ফলে ফেব্রুয়ারি মাসটি শুরু হচ্ছে উদ্যোক্তাদের বড় ধরনের দুশ্চিন্তায়।
তিন সপ্তাহের মধ্যে দুই দফা বিদ্যুৎ ও গ্যাসের দাম এক দফা বাড়ানোয় দুশ্চিন্তায় পড়েছেন শিল্পোদ্যোক্তারা। তাঁরা বলছেন, জ্বালানির দাম দফায় দফায় বাড়ানোর কারণে তাঁরা চাপের মধ্যে পড়েছেন। পণ্যের উৎপাদন খরচ বাড়বে। তাতে নতুন করে অনেক কোম্পানি লোকসানে চলে যাবে। আর যারা এরই মধ্যে লোকসানে চলে গেছে তাদের লোকসান আরও বাড়বে। পরিস্থিতি এমন যে টিকে থাকার কৌশল নির্ধারণেও এখন হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা।