যৌথ টুইটের সুবিধা বন্ধ করলো টুইটার
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৪
টুইটার অধিগ্রহণের পর থেকেই প্ল্যাটফর্মের বিভিন্ন সেবা পর্যালোচনার কথা জানিয়ে আসছিলেন ইলন মাস্ক। এবার যৌথভাবে টুইটের সুবিধা বন্ধ হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে। ‘কো টুইট’ নামের এ সুবিধা ব্যবহার করে যৌথভাবে টুইট লিখে নিজেদের অ্যাকাউন্ট থেকে আলাদাভাবে পোস্ট করা যেত। ফলে দুজনের অনুসারীরাই টুইটটি দেখার সুযোগ পেতেন। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও দক্ষিণ কোরিয়ায় ‘কো টুইট’ সুবিধা চালু করে টুইটার।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টুইটার জানিয়েছে, আজ বুধবার (১ ফেব্রুয়ারি) থেকে ‘কো টুইট’ সুবিধা বন্ধ হয়ে যাবে প্ল্যাটফর্মটিতে। ফলে যৌথভাবে টুইটের সুবিধা আর থাকছে না টুইটারে। ‘কো টুইট’ সুবিধা ব্যবহার করে প্ল্যাটফর্মে পোস্ট করা টুইটগুলিও এক মাসের মধ্যে মুছে ফেলা হবে।