শখের ফটোগ্রাফিতে আয়
অনেকে ছবি তুলে সেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। লাইক, কমেন্ট, শেয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সেখান থেকে অর্থ উপার্জন হয় না। কিন্তু শখের বশে তোলা ছবিও অনলাইনে বিক্রি করে অর্থ উপার্জন করতে পারেন। জানাচ্ছেন অরণ্য সৌরভ
অনলাইনে ছবি বিক্রির মাধ্যমে আয় করতে চাইলে কিছু বিশেষ বিষয়ের ওপর ছবি নিয়ে কাজ করতে হবে। অনলাইন মার্কেটপ্লেসের ক্রেতাদের চাহিদার ওপর নির্ভর করে কাজ করতে পারলে অর্থ উপার্জন করা সম্ভব। যেমনচিত্রাঙ্কন বা আর্ট, ফুড, প্রকৃতি, ট্রাভেল, ফ্যাশন, কালচার বা লাইফস্টাইল, বিনোদন, অ্যাবস্ট্রাক্ট ইত্যাদি।
অনলাইনে ছবি বিক্রি করে আয়ের সবচেয়ে ভালো দিক বলা যায়। একই ছবি যতবার বিক্রি হবে ততবারই কমিশন পাওয়া যায়। অর্থাৎ একটি ছবি যদি পাঁচ ডলার কমিশনে ১০ বার বিক্রি হয় তাহলে ১০ বারের জন্য ৫০ ডলার কমিশন পাওয়া যাবে। তাই যত বেশি ছবি আপলোড করতে পারবেন আয়ের পরিমাণ তত বাড়বে। যদি এক হাজার ছবি আপলোড করেন, তা যদি এক ডলার করে একবারও বিক্রি হয় তাহলে এক হাজার ডলার পরিমাণ অর্থ পাওয়া যাবে। ছবি বিক্রি করার বিভিন্ন মার্কেটপ্লেস রয়েছে। তাই কোথায় বিক্রি করবেন জেনে নিন। যেমন