জানুয়ারির সেরা দলবদলের গল্পে শিরোনাম চেলসি
মৌসুমের মধ্যে কেই–বা দল ছাড়তে চায়! ক্লাবও বেশির ভাগ সময়েই মৌসুমের মাঝে খেলোয়াড় ছাড়তে অনিচ্ছুক থাকে। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তাই এমনিতেও দলবদল কম হয়। তবে এবারের জানুয়ারির ট্রান্সফার উইন্ডো অবশ্য সেই প্রথা মেনে চলেনি। এর বড় কারণ হতে পারে কাতার বিশ্বকাপের অনেক তরুণ ফুটবলারের দুর্দান্ত পারফরম্যান্স কিংবা ফুটবলারদের চোট।
কারণটা যা–ই হোক, প্রথা ভাঙার কাজটা সামনে থেকে নেতৃত্ব দিয়ে করেছে ইংলিশ জায়ান্ট চেলসি। জানুয়ারির এই মধ্যবর্তী দলবদলে সাতজন খেলোয়াড় কিনেছে দলটি। সব মিলিয়ে খরচ করেছে ৩২ কোটি ৬৫ লাখ ইউরো। ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোর অন্য ক্লাবগুলোও প্রয়োজন অনুযায়ী ফুটবলারদের দলে ভিড়িয়েছে।
দলবদলের এই সময়ে মুদরিক, অ্যান্থনি গর্ডনের মতো অখ্যাত ফুটবলার চড়া দামে বিক্রি হয়েছেন। আবার কেইলর নাভাস, জর্জিনো, মেমফিস ডিপাইদের মতো তারকারাও তুলনামূলক কম দামেও ক্লাব বদল করেছেন। তবে দলবদলের বাজারে হাকিম জিয়েশের গল্পটা একটু ভিন্ন। মরক্কোর এই ফুটবলার ঠিক কোন দলের হয়ে খেলবেন, সেটা এখনো নিশ্চিত নয়।
- ট্যাগ:
- খেলা
- ফুটবলার
- দলবদল
- ফুটবল ক্লাব
- চেলসি ফুটবল ক্লাব