 
                    
                    এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই : নিতাই রায়
বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশে লুটপাটের মহোৎসব চলছে। আমাদের শ্রমিক ভাইয়েরা বিদেশে কষ্ট করে দেশে টাকা পাঠায়, আর লুটেরারা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাঠায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ নানা উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে সরকার। এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। বিএনপির নেতৃত্বে জনগণই এই সরকারকে ক্ষমতা থেকে নামাবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                