বিয়ে একটা ম্যারাথন রেস। এখানে খারাপ দিন আসবে। আবার হই হই করেও সময় কাটানো যাবে। তবে এই দৌড় জিততে গেলে কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার। যেমন যেই জিনিসটা পছন্দ নয় তা সরাসরি বলতে হবে। প্রথমদিন থেকেই ভুলটাকে মেনে নিলে, একটা সময়ে তা মারাত্মক আকার নেয়।
বিশেষজ্ঞরা বলে থাকেন, প্রতিটি মানুষ ধূসর হন। তাঁদের কিছু ভালো দিক থাকে, তেমন অন্ধকার জায়গাও রয়ে যায়। আমাদের এই দুটি জিনিস নিয়েই চলতে হবে। অর্থাৎ মানুষকে ভালোবাসলে তাঁর শুধু ভালোটাই নেব, খারাপটা এড়িয়ে যাব, এমনটা হয় না। তবে এরপরও বলা যেতে পারে কিছু কিছু বদভ্যাস সম্পর্ক নষ্ট করে দেয়।