এই ৫ কারণেই হতে পারে পাইলস! অবহেলা না করার পরামর্শ চিকিৎসকের

eisamay.com প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ২০:২২

সব ভালো যাঁর পেট ভালো! এই কথাটা তাঁরা হাড়ে হাড়ে টের পান, যাঁরা পাইলসে ভোগেন। এই রোগে আক্রান্ত মানুষের বহু জটিলতা দেখা যায়। এমনকী তাঁরা মলত্যাগ করতেও ভয় পান। তবে মাথায় রাখবেন আমাদের কিছু ভুলভ্রান্তির কারণেই এই অসুখ হয়ে থাকে। সেই অভ্যাস বদল করতে পারলেই রোগের ছুটি।


পাইলস অসুখটি নিয়ে মানুষের ভয়-ভীতি স্বাভাবিক। এই রোগ থাকলে মলের সঙ্গে রক্ত বের হয়। এই কারণে মানুষ ভয় পেয়ে যান। এছাড়া কারও কারও খুব ব্যথা হয়। এই সমস্ত বিষয় মিলিয়ে রোগটি খুব ঝামেলায় ফেলে মানুষকে। তাই এই অসুখকে প্রথমেই বাগে আনতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও