You have reached your daily news limit

Please log in to continue


সাধ্যের মধ্যেই 32 GB RAM! মারকাটারি ফিচার্সে হাজির নতুন ল্যাপটপ

মঙ্গলবার সস্তায় নতুন ল্যাপটপ আনল Infinix। ভারতে লঞ্চ হয়েছে Infinix Zero Book ও Infinix Zero Book Ultra। 12th Gen Intel Core i9 প্রসেসরের সঙ্গে এই ল্যাপটপগুলিতে থাকছে 32 GB পর্যন্ত RAM। পাবেন 12th Gen Intel প্রসেসর। এছাড়াও দুর্দান্ত ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড সহ একাধিক প্রিমিয়াম ফিচার দিয়েছে Infinix।

Infinix Zero Book, Infinix Zero Book Ultra: স্পেসিফিকেশন
Infinix Zero Book সিরিজের লেটেস্ট ল্যাপটপে থাকছে 15.6 ইঞ্চি LED ব্যাকলিট IPS ডিসপ্লে। এই ডিসপ্লেতে FHD রেজোলিউশন পাবেন। থাকছে 16:9 অ্যাসপেক্ট রেশিও। কোম্পানির দাবি এই ডিসপ্লেতে 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল পাওয়া যাবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়েবক্যাম। সেখানে ফেস ট্র্যাকিংয়ের সঙ্গেই পাবেন AI বিউটিক্যাম ও ব্যাকগ্রাউন্ড ব্লার সাপোর্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন