রাত পোহালেই এই সব মোবাইলে বন্ধ হোয়াটসঅ্যাপ, তালিকায় কি আপনার ফোনও? দেখে নিন
eisamay.com
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ২০:১৫
একটা সময় ছিল, বন্ধুবান্ধবের সঙ্গে দরকারি কথা হোক বা গল্পগুজব, ভরসা ছিল SMS-ই। এমনকী SMS-এর জন্য আলাদা করে প্যাকও রিচার্জ করত লোকে। আজ সেই SMS-এর জায়গা নিয়েছে WhatsApp-র মতো মেসেঞ্জার। পকেটে ডেটাপ্যাক থাকলে দুশ্চিন্তা ভুলে অফুরন্ত কথা বলার সুযোগ দিচ্ছে এই সব অ্যাপ।
অফিসের কাজ হোক বা বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত কথাবার্তা, সব ক্ষেত্রেই ভরসা সেই WhatsApp-ই। তার উপর প্রতিদিন নিজেকে আরও আপডেট করতে করতে চলেছে। মার্ক জুকেরবার্গের সংস্থা Meta অধিগ্রহণ করার পর আরও দ্রুত বদলাচ্ছে মেসেজিং অ্যাপটি। নিত্যনতুন ফিচার যুক্ত হচ্ছে WhatsApp-এ। তবে এই অপরিহার্য অ্যাপটি আর বেশিদিন ব্যবহার করতে পারবেন না গ্রাহকেরা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৪ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে