ব্যাচেলর সালমান খান বিয়েতে গিয়ে আবারও ট্রলের শিকার
যুগান্তর
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ১৬:৪২
ভারতের মোস্ট এলিজেবল ব্যাচেলর বলা হয়ে থাকে সালমান খানকে। বলিউড সুপারস্টার কবে বিয়ে করছেন, কাকে বিয়ে করছেন সেটি নিয়ে তার ভক্ত-সমালোচকদের আগ্রহের শেষ নেই। কোনো বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গেলেই এ প্রশ্নের মুখোমুখি হতে হয় সালমানকে।
ভারতের রাজনীতিক রাহুল কানালের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে তারকাদের মিলনমেলা বসেছিল। সালমান খানও এ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেই অনুষ্ঠানে গিয়ে আরেক দফা ট্রলের শিকার হন এ নায়ক। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বিয়ের অনুষ্ঠানের ভিডিওতে দেখা গেছে, সালমান নবদম্পতিকে উইশ করছেন। এ ভিডিওর নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গেছে। সেখানে একজন লিখেছেন— 'Bhaijaan dulhe ko hta k khud khade ho gae dulhan k side mein The Boys'।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে