শোষিতের মুক্তির স্বপ্নদ্রষ্টা
২০ শতকের মাঝামাঝিতে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য ও বঞ্চনার শিকার হন কৃষ্ণাঙ্গরা। তাদের নাগরিক অধিকার আদায়ে অহিংস আন্দোলনের মাধ্যমে জীবন উৎসর্গ করেন মার্টিন লুথার কিং। হয়ে ওঠেন সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা। লিখেছেন নাসরিন শওকত
জন্ম ও বেড়ে ওঠা
মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সংস্কারধর্মী সামাজিক আন্দোলনের নেতা ও বিশ্বনন্দিত বক্তা। ১৯৫০-এর দশকের মাঝামাঝি থেকে তার হত্যাকা-ের (১৯৬৮ সাল) আগ পর্যন্ত দীর্ঘ ১৮ বছর, মার্কিন সমাজের বিচ্ছিন্ন ও নিপীড়িত বর্ণবৈষ্যমের শিকার আফ্রো-আমেরিকান কৃষ্ণাঙ্গ এবং নাগরিক অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায়ের জন্য লড়াই করে গেছেন তিনি। মন্টোগোমারি বাস ধর্মঘট ও ১৯৬৩ সালের ওয়াশিংটন অভিমুখে মুক্তির পদযাত্রার (ফ্রিডম মার্চ) মতো গুরুত্বপূর্ণ সফল নাগরিক আন্দোলনের প্রধান চালিকাশক্তি ছিলেন লুথার কিং। এরপরই নাগরিক অধিকার ও ভোটাধিকারের মতো ঐতিহাসিক দুটি আইন পায় মার্কিন জনগণ।