You have reached your daily news limit

Please log in to continue


‘সীমাবদ্ধতা’র হেলমেটে মোড়ানো বিপিএল

স্বপ্ন-আশা-বাস্তবতা। এই তিনের যোগফলে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ-বিপিএল কোথায় দাঁড়িয়েছে যাত্রা শুরুর এক দশক পরে। ছোট্ট একটা বাক্যে এর উত্তর দেওয়া সম্ভব নয়। তার পরও দেশের ক্রিকেটপ্রেমীরা উত্তর খুঁজে বেড়ান। তবে উত্তরটা পাটীগণিতের সরল অঙ্কের মতো মেলানো সম্ভব নয়। কারণ বিপিএলের সঙ্গে অনেক কিছু জড়িয়ে। অর্থনীতি-রাজনীতি-কূটনীতি-সংস্কৃতির মিশেলে ক্রিটেক নামক এই বিনোদন প্যাকেজ! শুধু বিনোদন প্যাকেজ বলা ঠিক হবে না। বরং বলা ভালো বিনোদনের বাণিজ্যিক প্যাকেজ।

এক দশকেরও বেশি সময় আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের আদলে একটা লিগ করার স্বপ্ন দেখেছিলেন সে সময়ের বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। আইপিএলকে মডেল করে সেই স্বপ্নযাত্র শুরু। সেই স্বপ্নের ডালপালাও মেলেছিল। বেশ ভালোভাবেই নাড়া দিয়েছিল দেশের ক্রিকেটপ্রেমীদের মনে। বিপিএল দেখে বাংলাদেশ ক্রিকেটের আর্থিক সামর্থ্য নিয়ে সংশয় দূর হতে থাকে ক্রিকেটবিশ্বের। বরং পুরনো ধারণাটা নতুন করে ভাবাতে শুরু করে ক্রিকেটমহলকে। বিশ্ব ক্রিকেটের নতুন এক বড় বাজার বাংলাদেশ। তার প্রমাণ ছিল মাঠে দর্শক উপস্থিতি। ফ্রাঞ্চাইজিগুলোর স্পন্সরশিপ। লিগের টেলিভিশন সম্প্রচার স্বত্ব মূল্য। বিদেশি নামিদামি বড় বড় তারকা ক্রিকেটারের পারফরম্যান্স। খুব সংক্ষেপে এই ছিল বিপিএলের স্বপ্ন পূরণের গল্প।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন