কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ধর্মীয় উসকানিমূলক বই ঠেকাতে মেলায় ‘সাইবার মনিটরিং’

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ১৪:৪৬

অমর একুশে বইমেলায় ধর্মীয় উসকানিমূলক লেখা বা বই প্রকাশের নামে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা ঠেকাতে সাইবার মনিটরিং ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। 



আজ মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা-২০২৩ উপলক্ষে ডিএমপির পক্ষ থেকে নেওয়া নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 


ডিএমপি কমিশনার বলেন, ‘কোনো লেখক বা প্রকাশকের হুমকির শঙ্কা থাকলে আমাদের জানালে আমরা ব্যবস্থা নেব। কোনো সুনির্দিষ্ট হুমকি না থাকলেও হুমকি মাথায় নিয়ে এবার অন্য বছরের চেয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকছে।’ 


চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবি: আলী হোসেন মিন্টু অমর একুশে বইমেলায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা থাকবে উল্লেখ করে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘বইমেলায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে। প্রতি ইঞ্চি জায়গা সিসিটিভির আওতায় থাকবে। মেলাকেন্দ্রিক নিরাপত্তার পাশাপাশি শহীদ মিনার ও শাহবাগ-নীলক্ষেত কেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা থাকবে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও