নিষ্ফল হুঙ্কারের পথ ছাড়ুক বিএনপি

জাগো নিউজ ২৪ মোনায়েম সরকার প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ০৯:৫১

ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং ক্ষমতাপ্রত্যাশী বিএনপি পরস্পরের প্রতি আক্রমণ ও পাল্টা আক্রমণ যেমন অব্যাহত রেখেছে, তেমনি মাঠে শক্তি পরীক্ষায়ও অবতীর্ণ হয়েছে। বিএনপি যে ধরনের কর্মসূচিই দিক না কেন আওয়ামী লীগও তার পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে থাকছে। বিএনপি অবশ্য সাম্প্রতিক সময়ে সংঘাত এড়িয়ে চলছে, এটা ভালো লক্ষণ।


ঢাকায় চারদিনের পদযাত্রার কর্মসূচির শুরুর দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশ্যে বলেছেন, ‘অবিলম্বে পদত্যাগ করুন, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন এবং নতুন নির্বাচনের মাধ্যমে জনগণকে তাদের ভোটের অধিকার প্রয়োগ করার ক্ষমতা দিন। অন্যথায় আপনাদের অত্যন্ত ভারাক্রান্তভাবে চলে যেতে হবে, পালাবার পথ খুঁজে পাবেন না।’


এর জবাবে ২৯ জানুয়ারি রাজশাহীতে আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজ যারা বলে আওয়ামী লীগ পালানোর সুযোগ পাবে না, তাদের আমি স্পষ্ট বলতে চাই, পালায় আপনাদের নেতারাই।’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘বিএনপি নেতারা নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে তাদের দুর্নীতিতে সাজাপ্রাপ্ত বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে। যে তত্ত্বাবধায়ক সরকারের সময় স্ট্যাম্পে মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছিল আর রাজনীতি করবে না বলে। সেই কথা কি বিএনপি নেতাদের মনে নেই? দুর্নীতিতে সাজাপ্রাপ্ত খালেদা ও তারেক। এমনকি তারেক-কোকোর মাধ্যমে খালেদা জিয়া যে টাকা পাচার করেছিলেন, তার ৪০ কোটি টাকা আমরা বিদেশ থেকে ফেরত আনতে সক্ষম হয়েছি।’


প্রধানমন্ত্রী এটাও বলেছেন, ‘আওয়ামী লীগ কখনো পালায় না বরং জনগণকে নিয়ে কাজ করে। কেননা এই সংগঠন জাতির পিতা শেখ মুজিবের হাতে গড়া। এই সংগঠন যখন ক্ষমতায় থাকে, বাংলাদেশের মানুষের তখনই ভাগ্যের পরিবর্তন হয়। বাংলাদেশের মানুষ ভালো থাকুক, এটা বিএনপি সহ্য করতে পারে না বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে আন্দোলনের নামে বিএনপির অগ্নিসন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টির প্রসঙ্গ তুলে ধরে বলেছেন, বিএনপি আন্দোলনের নামে ৩ হাজার ৮০০টি বাস, ২৯টি ট্রেন, লঞ্চ, প্রায় ৭০টি সরকারি অফিস, ৬টি ভূমি অফিস পুড়িয়েছে। কেমন করে মানুষ জীবন্ত মানুষকে পুড়িয়ে মারতে পারে? এই বিএনপি-জামায়াত জীবন্ত মানুষগুলোকে পুড়িয়ে মেরেছে। শুধু সাধারণ মানুষ নয়, পুলিশকে পর্যন্ত মাটিতে ফেলে পিটিয়ে মেরেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও