কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টেকনাফের সেই নুরুলের তিনটি ব্যাংক হিসাব জব্দ

সমকাল টেকনাফ প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ২০:৩৫

রাজধানীতে পাঁচটি বাড়িসহ বিপুল সম্পদের মালিক টেকনাফের মাদক কারবারি হিসেবে খ্যাত নুরুল ইসলামের তিনটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এক আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান আজ সোমবার এ আদেশ দেন।


আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল জানান, সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মনিরুজ্জামান তিনটি ব্যাংক হিসাব জব্দের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত দুটি বেসরকারি ব্যাংকের শ্যামলী শাখায় নুরুল ও তার প্রতিষ্ঠানের নামে খোলা তিনটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন।


রাজধানীর আদাবর এলাকা থেকে মাদক ও জাল টাকাসহ ২০২১ সালের ২০ সেপ্টেম্বর নুরুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অনুসন্ধানের জন্য সিআইডিকে চিঠি দেয় র‌্যাব। ১৫ মাস অনুসন্ধানে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় নুরুলের পাঁচটি বাড়িসহ ১৩ কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে সিআইডি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও