You have reached your daily news limit

Please log in to continue


এবার গানের জগতে পা রাখতে চলেছেন কপিল শর্মা

কমেডিয়ান হিসেবে পরিচিত হলেও অভিনয় করেছেন একাধিক সিনেমাতে। এবার গানের জগতে পা রাখতে চলেছেন কপিল শর্মা। জনপ্রিয় পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার সঙ্গে একটি গানে দেখা যাবে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিজেই সেই খবর প্রকাশ করেন অভিনেতা।

‘দ্য কপিল শর্মা’ শোতে মাঝেমধ্যেই গাইতে দেখা যায় কপিলকে। গানের গলাও বেশ চমৎকার। অনেকেই তার গায়কীর প্রশংসা করেন। তাইতো এবার গানের জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন ভারতের এই নাম্বার ওয়ান কমেডিয়ান। কপিল শর্মার পরনে বাদামি জ্যাকেট ও রোদচশমা। কালো জ্যাকেট ও রোদচশমা পরে তার পাশেই রয়েছেন গুরু রানধাওয়া। আসন্ন গানের পোস্টার সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে ভাগ করে নেন ‘হাই রেটেড গাবরু’ খ্যাত এই গায়ক।


‘অ্যালোন’ গানের পোস্টার শেয়ার করে গুরু লেখেন, ‘আর দিন কয়েকের মধ্যেই গোটা দুনিয়া কপিলের গানের গলা শুনতে পাবে।’ নিজের প্রোফাইলে সেই একই পোস্টার শেয়ার করেন কপিল শর্মাও। জানান, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে সেই গান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন