![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-01%2F469f9698-39ea-4659-83ef-d176960651af%2Fgoogle_reuters_220123_02.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&dpr=1.0&q=70&w=640)
লিখিত ‘বর্ণনা’ থেকে গান তৈরি করে গুগলের এআই
চ্যাটজিপিটি’র পর এবার কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের সম্মুখসারিতে চলে আসতে পারে এআই’র সহায়তায় সঙ্গীতের মতো কনটেন্ট তৈরি। সম্প্রতি এমনই এক ব্যবস্থা নিয়ে গবেষণা চালিয়েছে সার্চ জায়ান্ট গুগল।
গুগলের প্রকাশিত গবেষণায় উঠে এসেছে ‘মিউজিকএলএম’ নামের এক ব্যবস্থার কথা, যার মাধ্যমে কেবল টেক্সট বর্ণনা থেকেই তৈরি করা যাবে যে কোনো ধারার সঙ্গীত।
তবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সঙ্গীত তৈরির এটিই প্রথম প্রকল্প নয়। গুগলের ‘অডিওএমএল’ ও ওপেনএআই’র ‘জুকবক্স’ একই বিষয়ে কাজ করেছে। মিউজিকএলএম-এর মডেল ও বিশাল প্রশিক্ষণ ডেটাবেস (দুই লাখ ৮০ হাজার ঘন্টার সঙ্গীত রয়েছে) এতে চমকপ্রদ বৈচিত্র্য ও গভীরতার সঙ্গে সঙ্গীত তৈরিতে সহায়তা করে। আর ব্যবহারকারীও এর আউটপুট পছন্দ করবেন বলে উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে।
এই ব্যবস্থা কেবল বিভিন্ন ধারার সঙ্গীত ও বাদ্যযন্ত্রই সমন্বিত করে না, বরং বিভিন্ন ‘বিমূর্ত ধারণা’ ব্যবহার করে এমন গানও লিখতে পারে, যা কোনো কম্পিউটারের পক্ষে আয়ত্তে আনা তুলনামূলক জটিল।
- ট্যাগ:
- প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তা
- গান রচনা
- গুগল