কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


থ্রিডি প্রিন্টারে প্রজাপতির ডানার রঙের ছটা

আফ্রিকান সিন্যান্ড্রা ওপিস নামের প্রজাপতির ডানা খুবই বর্ণময়। আলো পড়লে রংধনুর মতো নানা রং ছড়ায় এই প্রজাপতির ডানা থেকে। অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখলে মনে হয় প্রজাপতির দুই ডানার সংযোগস্থল যেন পাহাড়ি কোনো ঢাল। সেই ঢাল থেকে ছড়াচ্ছে নানা রঙের ছটা। এই বর্ণচ্ছটাই তৈরি করা হচ্ছে থ্রিডি প্রিন্টারে।

আফ্রিকান সিন্যান্ড্রা ওপিস প্রজাপতি ‘ব্রিলিয়ান্ট নিম্ফ’ নামেও পরিচিতি। সুইজারল্যান্ডের গবেষকেরা অণুবীক্ষণ যন্ত্রে দেখা এই প্রজাপতির ডানার ন্যানো কাঠামোর যে রং এবং রঙের আবহ, সেটি তৈরি করতে চাচ্ছেন থ্রিডি প্রিন্টারে। এরই মধ্যে অর্ধস্বচ্ছ প্লাস্টিকে ব্রিলিয়ান্ট নিম্ফের এমন বর্ণচ্ছটা প্রিন্ট করেছেন তারা। এই উদ্ভাবন কাগুজে মুদ্রায়, কালিতে এবং মনিটর বা ডিসপ্লে পর্দায় ব্যবহার করা যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন